Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে ২ হাজার দুস্থ পরিবারকে নগদ টাকা দিচ্ছে রেডক্রিসেন্ট সোসাইটি

রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দরিদ্রদের অর্থ সহায়তা দিচ্ছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ছবি: মিঠুন দাশ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার ২ হাজার দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই অর্থ বিতরণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রেডক্রিসেন্ট সোসাইটির বান্দরবান জেলা ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, প্রাথমিক পর্যায়ে পৌর এলাকার ৫শ’ পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হচ্ছে। এরপর জেলাব্যাপী আরো ১ হাজার ৫শ’ পরিবারকে এই নগদ অর্থ প্রদান করা হবে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের সভাপতি ক্য শৈ হ্লা।

অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, মোঃ হাবিবুর রহমান খোকন, অজিত কান্তি দাশ, মহিলা কাউন্সিলর ছালেহা বেগম ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন বাবলু প্রমুখ।

শেয়ার করুন
Exit mobile version