Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে ১১ কোটি ৭৮ লক্ষ টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান রোয়াংছড়ি সড়ক হতে লেমুঝিড়ি পাড়া হয়ে তংপ্রু পাড়া পর্যন্ত ৬ কি.মিটার সড়ক কার্পেটিংকরন প্রকল্প ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে । ৮ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্পের আওতায় ভিত্তি প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং।

এ সময় ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকায় সর্বত্র শান্তি বিরাজ করছে। আর বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এ সড়কটি হয়ে গেলে ৫টি পাড়ার বাসিন্দাদের আর্থ সামাজিক উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করবে।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শামসুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াসিন আরাফাত প্রমুখ । উল্লিখিত সড়কটি নির্মাণে ১১ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয় হবে।

শেয়ার করুন
Exit mobile version