Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে সেনানিবাস এলাকা থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক আটক

বান্দরবানে পরিচয় গোপন করে সেনানিবাস এলাকায় কাজ করার সময় ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আটক করার পর সন্ধ্যায় পুলিশ হেফাজতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ এনায়েত (১৭), আমানুল্লাহ (২৬), জাফর আলম (২৮), রহিম (১৪), জোবায়ের হোসেন (১৮) ও সিরাজ (১৫)।

বান্দরবান সদরের সেনানিবাস এলাকা বালাঘাটার স্থানীয়রা জানান, এসব ব্যক্তি পরিচয় গোপন করে বান্দরবান সেনানিবাস এলাকায় কাজ করছিলো। স্থানীয় বাঙালিদের সাথে চেহারার মিল থাকায় প্রথমে এদেরকে রোহিঙ্গা বলে চেনা যায়নি। পরে তাদের কথাবার্তায় সন্দেহ হলে সঙ্গী শ্রমিকরা পুলিশে খবর দেয়।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জানান, রোহিঙ্গারা বান্দরবান সেনানিবাসের এমডিএস এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল। দেশীয় অন্য শ্রমিকদের অভিযোগ পেয়ে তাদেরকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version