বান্দরবানে শুক্রবার থেকে শর্তসাপেক্ষে খুলে দেয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। খোলা যাবে হোটেল-রিসোর্টও।
বৃহষ্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে হোটেল-রিসোর্ট মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
সভায় আলোচনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, পর্যটন কেন্দ্রগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক। নো মাস্ক, নো এন্ট্রি।
পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। সবাইকে যথাযথভাবে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে।
সেসব জায়গায় যাতায়াতের ক্ষেত্রে গাড়িতে ন্যুনতম তিন ফুট দূরত্ব বজায় রেখে বসতে হবে এবং আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিতে হবে।
পর্যটন কেন্দ্রগুলোর ধারনক্ষমতার অর্ধেক পর্যটককে প্রবেশ করতে দেয়া হবে। জেলা প্রশাসন পরিচালিত নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রে স্বাভাবিক সময়ে প্রায় ১০ হাজার পর্যটক প্রবেশ করতে পারেন। এখন সর্বোচ্চ পাঁচ হাজার পর্যটককে সেখানে ঢুকতে দেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরো জানান, পর্যটক এবং সেবা দানকারীরা এসব শর্ত মানছেন কিনা তা দেখার জন্যে প্রশাসনের ১০টি ভ্রাম্যমান দল কাজ করবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৯ মার্চ থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র এবং হোটেল-রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দেয় জেলা প্রশাসন।