বান্দরবানে শিশুদের জন্য ছবি-গল্প-খেলায় পরিবেশ রক্ষার বার্তা

খেলাধুলা ও সৃজনশীলতার মাধ্যমে পরিবেশ রক্ষার পাঠ নিচ্ছে শিশুরা।

গ্রিন ভয়েসেস প্রজেক্টের আওতায় বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি “আমার সবুজ পাহাড়, নিরাপদ ভবিষ্যৎ”। এই কার্যক্রমটি বাস্তবায়ন করে ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (ওয়াইডিএসবী)।

কারিগরি সহায়তায় দ্য আর্থ, নেতৃত্বে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং সহায়তায় কিংডম অব দ্য নেদারল্যান্ডস। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বান্দরবান সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও তাঁদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। চিত্র, গল্প ও খেলাভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিশুদের শেখানো হয় পানি সংরক্ষণ, বন রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি ছিলেন রকি জোসেফ হিরা, সহকারী পরিচালক, দ্য আর্থ; শরৎ স্বাধীন, প্রজেক্ট কো-অর্ডিনেটর, দ্য আর্থ; এবং মোঃ তাওহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক, ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ (ওয়াইডিএসবী)।

ওয়ার্কশপের শেষ অংশে শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন পাথর, পাতা, ফুল ও মাটির ব্যবহার করে নিজেদের কল্পনার পরিবেশবান্ধব গ্রাম এঁকেছে। এই সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তারা শেখে প্রকৃতির সঙ্গে সম্প্রীতি রেখে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিশুদের এমন উদ্যোগ ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং পাহাড়ি অঞ্চলে পানি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে। দ্য আর্থ জানিয়েছে, গ্রিন ভয়েসেস প্রজেক্টের লক্ষ্য হলো দেশের তরুণ ও শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পানি সংকট ও পরিবেশ সুরক্ষায় নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধি করা এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন সৃষ্টি করা।

শেয়ার করুন