বান্দরবান জেলায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে ৮ম বারের মত এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
রবিবার বিকালে বান্দরবানের জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
প্রসঙ্গত, রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গমাঞ্চলে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে পর্যটকদের এ দু’টি উপজেলায় ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা শেষ বারের মতো ৪ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।