‘অন্ধদের সেবা করি, অন্ধদের পথ চলতে সহায়তা করি’ এই স্লোগান সামনে নিয়ে বান্দরবানে অন্ধ কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্ধ কল্যাণ সমিতির উদ্যোক্তা, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার।
অন্ধ কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভাপতি অংচমং মারমার সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠানে বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন ডা: নয়ন সালাউদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সমাজসেবক মফিজুল ইসলাম মামুন, সমন্ধিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এর রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার, পৌর কাউন্সিলর দীপিকা রানী মঞ্জু, এমেচিং মার্মা, পার্বত্যমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী, অন্ধ কল্যাণ সমিতির কার্যনিবাহী কমিটির সদস্য, উপদেষ্টামন্ডলী এবং বান্দরবানের সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অন্ধ কল্যাণ সমিতির উদ্যোক্তা বাদশা মিয়া মাষ্টার প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বান্দরবানের মানুষ দীর্ঘদিন পরে হলেও একটি আশার আলো দেখছে। আগামী দিনেও এই সংগঠন বান্দরবানের মানুষের পাশে থাকবে। অনেকে অন্ধ হলেও মন থেকে অন্ধত্ব দুর করে আলোর পথে এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে বান্দরবানের সমন্ধিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এর ৫জন অন্ধ শিক্ষার্থীকে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত ৪সেপ্টেম্বর বান্দরবানে ৩১ সদস্যবিশিষ্ট অন্ধ কল্যাণ সমিতি গঠন করা হয় আর এতে সভাপতি পদে অংচমং মারমা এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান রাজেশ দাশ।