বান্দরবানে প্রশিক্ষণ কেন্দ্রে গোলা বিষ্ফোরণে এক সেনাসদস্য নিহত

প্রতীকি ছবি

বান্দরবানে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে অব্যবহৃত গোলা বিষ্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ সৈনিক। শুক্রবার সকাল সোয়া দশটার দিকে বান্দরবান সদরের হলুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্র জানায়, সকালে বান্দরবানস্থ বাংলাদেশ মিলিটারি ট্রেনিং এরিয়া (বিএমটিএ)তে প্রশিক্ষণ চলাকালে গোলা নিক্ষেপের পর অব্যবহৃত গোলা যাচাই-বাছাই করার সময় হঠাৎ বিষ্ফোরণ ঘটে। এতে জাহিদুল ইসলাম নামের এক সৈনিক ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। এ ঘটনায় আহত হন আরো ৯ জন। তাদেরকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত রাইফেলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রটি বান্দরবান সদর থেকে ১০ কিলোমিটার দূরে হলুদিয়া নামক স্থানে বান্দরবান ও চট্টগ্রাম জেলার সীমানায় অবস্থিত।

শেয়ার করুন