প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে প্রশিক্ষণ কেন্দ্রে গোলা বিষ্ফোরণে এক সেনাসদস্য নিহত

বান্দরবানে প্রশিক্ষণ কেন্দ্রে গোলা বিষ্ফোরণে এক সেনাসদস্য নিহত

প্রতীকি ছবি

বান্দরবানে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে অব্যবহৃত গোলা বিষ্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ সৈনিক। শুক্রবার সকাল সোয়া দশটার দিকে বান্দরবান সদরের হলুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্র জানায়, সকালে বান্দরবানস্থ বাংলাদেশ মিলিটারি ট্রেনিং এরিয়া (বিএমটিএ)তে প্রশিক্ষণ চলাকালে গোলা নিক্ষেপের পর অব্যবহৃত গোলা যাচাই-বাছাই করার সময় হঠাৎ বিষ্ফোরণ ঘটে। এতে জাহিদুল ইসলাম নামের এক সৈনিক ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। এ ঘটনায় আহত হন আরো ৯ জন। তাদেরকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত রাইফেলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রটি বান্দরবান সদর থেকে ১০ কিলোমিটার দূরে হলুদিয়া নামক স্থানে বান্দরবান ও চট্টগ্রাম জেলার সীমানায় অবস্থিত।

শেয়ার করুন