Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের দুইজন নিহত, একজন এখনো নিখোঁজ

বান্দরবানে গত দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের দুইজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন সেই পরিবারের আরেক জন। নিহত দুই ভাই বোন বাজেরুং ত্রিপুরা (১২) ও প্রদীপ ত্রিপুরা (৮)। বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ রয়েছেন মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪০)।

বুধবার সন্ধ্যায় বান্দরবানের সাঙ্গাই ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে জুম চাষ করে ঘরে ফেরার পথে সাঙ্গাইঝিরি পাড়ার ঘাটে গোসল করতে যান তারা। এ সময় ভারী বৃষ্টিতে নেমে আসা ঢলে পাহাড় ধসে পড়ে এবং তারা তিন জন নিখোঁজ হন।

তবে টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালানো যায়নি বলে জানায় পুলিশ। একই সাথে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল রাতে অনেক চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পায়নি।

বৃহষ্পতিবার সকালে ঘটনাস্থলের কিছু দূর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার করা হয়। তবে দুপুর পর্যন্ত মা কৃষ্ণাতি ত্রিপুরাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন
Exit mobile version