বান্দরবানে গত দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড় ধসে একই পরিবারের দুইজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন সেই পরিবারের আরেক জন। নিহত দুই ভাই বোন বাজেরুং ত্রিপুরা (১২) ও প্রদীপ ত্রিপুরা (৮)। বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত নিখোঁজ রয়েছেন মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪০)।
বুধবার সন্ধ্যায় বান্দরবানের সাঙ্গাই ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে জুম চাষ করে ঘরে ফেরার পথে সাঙ্গাইঝিরি পাড়ার ঘাটে গোসল করতে যান তারা। এ সময় ভারী বৃষ্টিতে নেমে আসা ঢলে পাহাড় ধসে পড়ে এবং তারা তিন জন নিখোঁজ হন।
তবে টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজ চালানো যায়নি বলে জানায় পুলিশ। একই সাথে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল রাতে অনেক চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পায়নি।
বৃহষ্পতিবার সকালে ঘটনাস্থলের কিছু দূর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার করা হয়। তবে দুপুর পর্যন্ত মা কৃষ্ণাতি ত্রিপুরাকে পাওয়া যায়নি।