Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে পাহাড়ি খালে পড়ে নৌবাহিনীর কর্মকর্তাসহ দু’জন নিখোঁজ

বান্দরবানে বেড়াতে এসে পাহাড়ি খালে পড়ে নিখোঁজ হয়েছেন দুই পর্যটক। তাদের একজন নৌবাহিনীর সাব-লেফটেন্যান্ট সাইফুল্লাহ, অন্যজন ঢাকা গ্রীন আর্ট কলেজের ছাত্রী জান্নাত। শনিবার সন্ধ্যায় রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্ত সংলগ্ন পাইন্দু খাল পার হবার সময় প্রবল স্রোতে ভেসে যান তারা। তাদের সঙ্গে আসা অন্য চার জন পাইন্দু খালের পাশে রনিন পাড়ায় আশ্রয় নিয়েছেন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মেম্বার ও রনিন পাড়ার বাসিন্দা লাল রোসাং বম বলেন, ভ্রমনে আসা ৬ জনের দলটি তিনাপ-সাইতার নামের একটি ঝর্না দেখতে রুমা যাচ্ছিল। পথে পাইন্দু খাল পার হবার সময় প্রবল স্রোতে দুই জন ভেসে যায়। ২৫ কিলোমিটার দূরের ঝর্নাটিতে যেতে দুর্গম পাহাড় ও খরস্রোতা পাহাড়ি খাল পাড়ি দিতে হয়।

লাল রোসাং আরো জানান, আগে রুমা উপজেলা হয়ে তিনাপ-সাইতার ঝর্নায় যেতে হতো। এখন প্রশাসন সেখানে যাবার অনুমতি বন্ধ রেখেছে। তাই অনেকে রোয়াংছড়ি উপজেলা হয়ে গোপনে সেখানে চলে যায়।

নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে সেনাবাহিনীর রনিন পাড়া ক্যাম্পের সদস্যরা কাজ করছেন। তবে এলাকাটি খুবই দুর্গম এবং খালে প্রবল স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনীর সূত্র।

শেয়ার করুন
Exit mobile version