বান্দরবানে থানচি উপজেলায় নিষিদ্ধ পপিক্ষেতের সন্ধান পেয়েছে বিজিবি। গত মঙ্গলবার বিকেলে তিন্দু ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ রকম কয়েকটি পপিক্ষেত ধ্বংস করা হয়েছে। তবে চাষের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
থানচি বলিপাড়া ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সানবির হাসান মজুমদার জানান, ‘দুর্গম এলাকায় নিষিদ্ধ পপি চাষ হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন্দু ইউনিয়নে কাইক্য পাড়া এলাকায় প্রায় ৫ একর জমিতে ৬টি পপিক্ষেতের সন্ধান পাওয়া যায়। অভিযান টের পেয়ে চাষীরা পালিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘থানচি সদর থেকে তিন্দুতে নদীপথে ছোট ইঞ্জিনচালিত বোটই যাতায়াতের একমাত্র যাওয়ার উপায়। সেখান থেকে আরও পাঁচ-ছয় কিলোমিটার হাঁটা দূরত্বে কাইক্য পাড়া। সেখানেই একপাশে কাজু বাদামের বাগান। অন্যদিকে বিশাল জঙ্গল। এমন দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গলের ভেতর পপিক্ষেত গড়ে তুলেছে চাষীরা। এগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে’।
এর আগে গত ২৪ জানুয়ারি রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় প্রথম পপিক্ষেতের সন্ধান পায় র্যাব-৭ এর একটি দল। এরপর রুমার আরও কয়েকটি এলাকায় ও রোয়াংছড়ির কিছু জায়গায় পপিক্ষেত ধ্বংস করে সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা।