বান্দরবানে জেলা পুলিশের আয়োজনে শুরু হলো সম্প্রীতির ক্রীড়া উৎসব ২০২৫

bandarban police sports inaguration
বান্দরবানে জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতির ক্রীড়া উৎসবের একাংশ।

বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতির ক্রীড়া উৎসব শুরু হয়েছে। ৬ নভেম্বর বৃহষ্পতিবার সকালে শহরের ঈদগাহ ময়দানে এ উৎসবের উদ্বোধন করেন ডিএমপি’র যুগ্ম কমিশনার মোছাঃ ফরিদা ইয়াসমিন।

এ সময় বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ছাড়াও জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সদস্যবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উৎসবের প্রথম ইভেন্ট মিনি ম্যারাথন প্রতিযোগিতা (বালক ও বালিকা) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বান্দরবানের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

আগামিকাল ৭ নভেম্বর বিকেলে পুলিশ লাইন্স মাঠে ভলিবল প্রতিযোগিতা ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন