Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানের রুমায় গণপিটুনিতে দুই ভাইকে হত্যার অভিযোগ

প্রতীকি ছবি

বান্দরবানের রুমা উপজেলায় পাড়াবাসীর ওপর হামলা এবং মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রুমার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার ওই দুই ভাইয়ের নাম থোয়াইবাঅং মারমা (৩৮) ও ক্যশৈথোয়াই মারমা (৩২)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে হ্লাচিং পাড়ায় একটি সামাজিক অনুষ্ঠান চলছিলো। সেখানে থোয়াইবাঅং মারমা ও ক্যশৈথোয়াই মারমার সাথে স্থানীয় কয়েজকনের কিছুটা বাকবিতন্ডা হয়। তখন তারা দু’জন দা নিয়ে প্রতিপক্ষকে আঘাতের চেষ্টা করে। পরে পাড়াবাসী ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে। এতে তারা দু’জন ঘটনাস্থলেই মারা যায়।

নিহত দু’জনের ছোট ভাই ক্যমংহ্লা বলেন, সামাজিক অনুষ্ঠান চলাকালীন পাড়ার এক বয়ষ্ক ব্যক্তি মাথা ঘুরে পড়ে যান। আমার ভাইয়েরা ওই ব্যক্তিকে মেরেছে- এমন অভিযোগ তুলে পাড়াবাসী তাদেরকে গাছের সাথে বেঁধে পিটায়। পরে সেখানেই তারা মারা যায়।

রুমা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম জানান, ঘটনাটি মঙ্গলবার ঘটলেও পাড়াবাসী পুলিশকে খবর দেয় বুধবার বিকালে। এলাকাটি দুর্গম। তাই পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত রুমা সদরে পৌঁছতে পারেনি।

নিহত দুই ভাই গত বছরের জানুয়ারিতে হ্লাচিং পাড়ায় র‌্যাবের পপি ক্ষেত ধ্বংসের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন।

শেয়ার করুন
Exit mobile version