বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সিটেজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।
প্রাথমিক পর্যায়ে শিশুদের ঝরে পড়া রোধ ও শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল সিটেজেন ওয়েফেয়ার এসোসিয়েশন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
২০১৭ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৪২ জন শিশু শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরণ এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।
সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. রেজাউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর উপস্থিত ছিলেন।