বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ আটক ৩

উদ্ধারকৃত জাল টাকা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধারকৃত জাল টাকার নোট। ফটো: মিঠুন দাশ

বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার জাল টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ওয়াচ্ছাখালী এলাকা থেকে টাকাসহ হাবিব উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আলী জোহার ও কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা আবুল হাসেম নামের আরো দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তারা জাল টাকা তৈরি ও পরিবহনের সাথে জড়িত ছিলো বলে তথ্য দেন আটককৃত হাবিব উল্লাহ। 

২৭ ডিসেম্বর শনিবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বান্দরবানের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন