Khola Chokh | Bangla News, Entertainment & Education

বাতিল হলো সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড

সাহেদের অ্যাক্রিডিটেশন কার্ড।

করোনা টেস্টের জাল সনদ দিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। রবিবার প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের নীতিমালাতেই বলা আছে, যদি কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে।’

সাহেদ দৈনিক নতুন কাগজ নামের একটি পত্রিকা চালু করেছিলেন। তিনি নিজে সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সে হিসেবে তথ্য অধিদপ্তর থেকে তিনি অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছিলেন।

গত বছরের ৩ ডিসেম্বর তার কার্ডটি ইস্যু করে তথ্য অধিদফতর। এক বছর মেয়াদ অনুযায়ী এ বছরের ২ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।

শেয়ার করুন
Exit mobile version