Khola Chokh | Bangla News, Entertainment & Education

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন বান্দরবানের সন্তান মংক্য শৈনু নেভী

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত মহাব্যবস্থাপক মংক্য শৈনু নেভী।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বান্দরবানের সন্তান মংক্য শৈ নু নেভী। প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর উপমহাব্যবস্থাপক পদ থেকে তাঁকে মহাব্যবস্থাপক পদে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

মংক্য শৈনু নেভী ১৯৮৮ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের তত্কালীন ব্যয় ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম অফিস, ময়মনসিংহ অফিস এবং সর্বশেষ ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এ দায়িত্ব পালন করেন। ধর্মীয় ও পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার ভ্রমণ করেন।

মংক্য শৈনু নেভী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি মারমা সমাজ ও সংস্কৃতি বিষয়ে গবেষণা কর্মসহ প্রবন্ধ, গীত ও কবিতা প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার মধ্যম পাড়ায় মারমা বৌদ্ধ সম্প্রদায়ের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য।

শেয়ার করুন
Exit mobile version