বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আরো একজন শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রবিবার রাত ১২টার দিকে তাঁকে রংপুর মেডিকেলের আইসোলেশন বিভাগে স্থানান্তর করা হয়েছে।
ওই ব্যক্তির বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি চীনের ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
রংপুর মেডিকেলের আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, এর আগে ৮ ফেব্রুয়ারি আরেক শিক্ষার্থীকে সেখানে ভর্তি করা হয়। তিনিও চীন থেকে দেশে ফিরেছেন।
তত্ত্বাবধায়ক আরো জানান, রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ওই শিক্ষার্থী। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কোনো সমস্যা সনাক্ত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। সেদিন রাতে তিনি নিজের বাড়ি কালীগঞ্জে পৌঁছেন।
সেখানে যাবার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের করোনা বিভাগের আইসোলেশন ইউনিটে ভর্তি করে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ জন বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানেরেএকটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। তাদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পর তাদের ছেড়ে দেয়া হবে।
এরপর ৩ ফেব্রুয়ারি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, এ ৩১২ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ৮ ব্যক্তির দেহে করোনাভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।