Khola Chokh | Bangla News, Entertainment & Education

বসলো পদ্মা সেতুর ৩৪ তম স্প্যান

পদ্মা বহুমুখী সেতু

পদ্মা সেতুতে আজ রবিবার সকারে ৩৪তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এতে সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটিতে এই স্প্যানটি স্থাপন করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার সময় স্বল্পতা এবং বৈরী আবহাওয়ার কারণে স্প্যানটি বসানো যায়নি। ৩৩তম স্প্যান বসানোর এক সপ্তাহের মধ্যে ৩৪তম স্প্যানটি বসানো হয়েছে। গত ১৯ অক্টোবর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর বসানো হয় ৩৩তম স্প্যান।

চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সেতু সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, করোনাভাইরাস ও বন্যার কারণে স্প্যান বসানোর কার্যক্রম প্রায় চার মাস বন্ধ ছিল। সেতুর কাজ এখন দ্রুত চলছে। বর্তমানে পদ্মা নদীর স্রোত ও পানির গভীরতা অনুকূলে স্প্যান বসানোর কাজ চলছে।

শেয়ার করুন
Exit mobile version