Khola Chokh | Bangla News, Entertainment & Education

বর্ষীয়ান পাহাড়ি নেতা সুধাসিন্ধু খীসা পরলোকে

বর্ষীয়ান নেতা সুধাসিন্ধু খীসা। ফাইল ছবি

বর্ষীয়ান নেতা সুধাসিন্ধু খীসা পরলোক গমন করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খাগড়াছড়িস্থ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন।

সুধাসিন্ধু খীসা পাহাড়ের বর্ষীয়ান রাজনীতিক। ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী মেধাবী ছাত্রনেতা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ছিলেন।

তিনি পার্বত্য জেলার পাহাড়ি জনগণের কাছে একজন সুবক্তা ও শিক্ষা-দীক্ষায় উঁচুমানের নেতা হিসেবে অনেক বেশি জনপ্রিয় ছিলেন। ফলে তার মৃত্যুতে তিন পার্বত্য জেলার বাসিন্দাদের মাঝে একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

সত্তরোর্ধ্ব এই নেতা মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ (বুধবার) দুপুরে তাকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়িস্থ তার গ্রামের বাড়ির পারিবারিক শ্মশানে সৎকার করা হবে।

এদিকে সুধাসিন্ধু খীসার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সা. সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ-এর সভাপতি মংপ্রু চৌধুরী ও সা. সম্পাদক মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সা. সম্পাদক জুয়েল চাকমাসহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন পৃথক বিবৃতিতে শোক জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন
Exit mobile version