Khola Chokh | Bangla News, Entertainment & Education

বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে ৯টি জেলায়

বন্যা। ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় দেশের নয়টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। জেলাগুলো হলো, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মহেশখোলা ২৪০ মিলিমিটার, সুনামগঞ্জ ২১৩ মিলিমিটার, ছাতক ১৩০ মিলিমিটার, লালাখাল ১৭৫ মিলিমিটার, জারিয়ানজাইল এ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের ফলে দেশের সব নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপরে অবস্থান করে স্থিতিশীল থাকতে পারে। লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে পর্যবেক্ষনে রাখা ১০১টি পানি স্টেশনের মধ্যে ৮২টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ১৩টি পানি স্টেশনের। অপরিবর্তিত পানি স্টেশন ২টি আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
বাসস।

শেয়ার করুন
Exit mobile version