Khola Chokh | Bangla News, Entertainment & Education

বন্ধ হয়ে যাচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে থাকছে না স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বসুন্ধরা সিটি শপিংমল কর্তৃপক্ষ সিনেপ্লেক্স বন্ধ করার নোটিশ দিয়েছে।

মূলত ২০০২ সালে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সেবা সম্বলিত এই প্রেক্ষাগৃহটি বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করে। এরপর ১৮ বছর ধরে জনপ্রিয়তার সাথে ব্যবসা করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি করোনা মহামারীর কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর স্থায়ীভাবে বন্ধের দিকে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

দেশি-বিদেশি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলো বসুন্ধরা সিটির এই স্টার সিনেপ্লেক্স।

শেয়ার করুন
Exit mobile version