Khola Chokh | Bangla News, Entertainment & Education

বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত!

ঘূর্ণিঝড় আমফান ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি: ঘূর্ণিঝড় আমফান আগামীকাল আঘাত হানবে। গতকাল পর্যন্ত মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে ৪ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছিল। ঝড়টি ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। এজন্য ৭ নম্বর বিপদ সংকেতের ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার ( ১৮ মে) বিকালে আবহাওয়া অফিস থেকে এ ঘোষণা দেন আবহাওয়াবিদ মোঃ. বজলুর রশিদ। তিনি বলেন, ‘মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ, ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

এদিকে এই ঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলা সমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ১৪০-১৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

যে কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version