Khola Chokh | Bangla News, Entertainment & Education

বছরের প্রথম দিনেই বই হাতে পেলো বান্দরবানের শিক্ষার্থীরা

বানদরবান শহরের অরুন সারকি টাউন হলে বই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। ছবি- খোলা চোখ ডট কম।

সারা দেশের মতো বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। সকালে অরুন সারকি টাউন হলে মাধ্যমিকও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের এই বই তুলে দেওয়া হয়। একই সাথে মারমা চাকমা ও ত্রিপুরা ভাষার শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, জেলা পরিষদের র্নিবাহী কর্মকর্তা মো. নুরুল আবছার, সদস্য লক্ষীপদ দাস, ফিলিপ ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন বড়–য়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রাণী বড়–য়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

এবছর জেলার ১ হাজার ১ শত ৪৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লক্ষ ৮৯ হাজার ২২৯ টি নতুন বই এবং মারমা, চাকমা ও ত্রিপুরা ভাষার শিক্ষার্থীদের ৪ হাজার ৮ শত ১১ টি বই বিতরণ করা হয়। এ ছাড়াও জেলার ৬৪ টি মাধ্যমিক শিক্ষার্তীদের হাতে তুলে দেওয়া হয় ৬ লক্ষ ৯ হাজার ১ শত ২৫ টি বই।

শেয়ার করুন
Exit mobile version