Khola Chokh | Bangla News, Entertainment & Education

বইমেলায় শ্রাবণী জুঁই’র ‘রৌদ্রকরোটিতে জমেছে দুঃখ’

বইমেলায় পাওয়া যাচ্ছে শ্রাবণী জুঁই-এর কবিতার বই ‘রৌদ্রকরোটিতে জমেছে দুঃখ’। ছবি- সা’দ জগলুল আব্বাস।

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে শ্রাবণী জুঁই’র কবিতার বই ‘রৌদ্রকরোটিতে জমেছে দুঃখ’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১১ নম্বর প্যাভেলিয়নে। ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন ফাউন্ডেশন ও জার্নিম্যান বুকস যৌথভাবে বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ এঁকেছেন কবি তারিক সুজাত। সহযোগিতা করেছে ফেসবুক গ্রুপ ‘পোস্টবক্স’। বইটি মেলায় পাওয়া যাবে ১৫০ টাকায়।

বইয়ের শিরোনাম-কবিতার কিছু অংশ এরকম- ‘রৌদ্রকরোটিতে বৈশাখ লুকিয়ে রাখে ঝড় / প্লাস্টিকের ঠুনকো ঘরে আটকা পড়ে চাঁদ / এক খন্ড দারিদ্র্য, দুটি তেলচিটে বালিশ / পুরোনো কাঁথায় মেয়েটির ওম / মায়ের বুকে চাঁদের আলো / ধরতে গেলেই নাই / ঝড়ো বাতাসে উড়ে যায় ঘর / উড়ে যায় মা! / মায়ের আদর…’।

লেখক পরিচিতি: শ্রাবণী জুঁই। জন্ম ২২ নভেম্বর ১৯৮২। ঢাকায় বেড়ে ওঠা। বই পড়ার নেশা ছোট বেলা থেকে। লেখালেখির শুরু ২০১০-এ গল্প লেখা দিয়ে। নিয়মিত লেখা শুরু ২০১৬-তে ফেসবুকভিত্তিক গ্রুপ পেন্সিল এবং ২০১৭-তে পোস্টবক্সে যুক্ত হবার পর থেকে। লিখতে ভালোবাসেন তাই লিখে যান। কবিতায় দেখেন জগত, জীবন আর স্রষ্টাকে। তড়িৎ প্রকৌশলে স্নাতক। ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। বর্তমানে পেট্রোবাংলায় কর্মরত। বসবাস ঢাকায়।

শেয়ার করুন
Exit mobile version