Khola Chokh | Bangla News, Entertainment & Education

ফের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় হাইকমিশন

করোনা মহামারিতে প্রায় আট মাস বন্ধ থাকার পর বাংলাদেশিদের কাছ থেকে ফের ভিসা আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় হাইকমিশন। চিকিৎসাসহ ৯ ক্যাটাগরিতে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার হাইকমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মেডিকেল, ব্যবসা, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরিতে আবেদন করা যাবে। ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসার আবেদন নেওয়া শিগগির শুরু হবে বলে জানিয়েছে হাইকমিশন।

করোনাভাইরাসের কারণে গত ১২ মার্চ থেকে ভারত বিদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা স্থগিত করে। আকস্মিক ওই সিদ্ধান্তে দুর্ভোগে পড়েন চিকিৎসাসহ বিভিন্ন কারণে ভারতে অবস্থানকারী বাংলাদেশিরা। ঢাকায় ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। ২০১৯ সালে শুধু বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।

সরকারি তথ্য অনুযায়ী, স্বাভাবিক পরিস্থিতিতে চিকিৎসা, ব্যবসা, বেড়ানোসহ বিভিন্ন কারণে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন, যাদের ১০ শতাংশের বেশি যান চিকিৎসা নিতে। চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের ৪৫ শতাংশই যান বাংলাদেশ থেকে।

শেয়ার করুন
Exit mobile version