Khola Chokh | Bangla News, Entertainment & Education

প্রথমবারের মতো বাংলা গান গাইলেন রাহাত ফতেহ আলী খান

প্রথমবারের মতো বাংলা গান গাইলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

গুনী এই সংগীতশিল্পী প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গান কণ্ঠ তুললেন। গানের শিরোনাম ‘তোমারই নাম লেখা’। বাংলাদেশি গীতিকবি রবিউল আউয়ালের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন পাকিস্তানের সংগীতশিল্পী সালমান আশরাফ।

এই গান প্রসঙ্গে রবিউল আউয়াল বলেন, ‘রাহাত ফতেহ আলী খানের মতো তারকার গান করা যে কারো জন্যেই গর্বের। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, তিনি আমার লেখা গান গেয়েছেন। অবিশ্বাস্য, এই আনন্দের কথা বলে বোঝানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘মাস-চারের আগে পাকিস্তানি সংগীত পরিচালক সালমান আশরাফ আমার কাছে ভালো একটা গীতিকবিতা চাই। এরপর আমি ‘তোমারই নাম লেখা’ শিরোনামের গানের কবিতাটি দিই। ভেবেছিলাম, তিনিই এই গানটা গাইবেন। কারণ এর আগেও তিনি আমার কথায় দুটি গান নিজের সুর-সংগীতায়োজনে গেয়েছেন।’ 

‘কিন্তু এবার তিনি না গেয়ে ফতেহ আলীকে দিয়ে গাওয়ালেন। অথচ কিছুই জানাননি আমাকে। ওনার চ্যানেলে গানটি প্রকাশ করে লিঙ্ক দিয়ে আমাকে চমকে দিলেন। সত্যিই, আমি অনেক বেশি অনুভূত। এটি আমার জীবনের অনেক বড় একটা অর্জন।’

সোমবার (২৫ নভেম্বর) পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে গানটি প্রকাশ পায়।

এর আগে রবিউল আউয়ালের কথায় পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফের সুর-সংগীত ও কণ্ঠে ‘আকাশের রংধনু (২০১৮)’ এবং ‘পাণ্ডুলিপি (২০১৯)’ শিরোনামের দুটি গান প্রকাশ পেয়েছিল।

শেয়ার করুন
Exit mobile version