Khola Chokh | Bangla News, Entertainment & Education

পিতা-মাতার যত্ন না নিলেই কাটা যাবে বেতন

বয়স্ক মা বাবার দেখাশুনা না করলেই কাটা যাবে বেতন। সরকারি চাকরিজীবীদের জন্য ভারতের আসামের বিধানসভায় এমনই এক বিল পাস করা হয়েছে। এ বছরের ২ অক্টোবর থেকে কার্যকর হবে এটি।

সেখানে বলা হয়, অনেক সন্তানরাই তাদের দায়িত্ব এড়িয়ে যান এবং মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। তাই সন্তানদের উপর নির্ভরশীল মা বাবাদের যত্ন না নিলেই কাটা হবে ১০ শতাংশ বেতন। আর সে মা বাবার যদি একাধিক সন্তান সরকারি চাকরি করে তবে সবার বেতন থেকেই এই অর্থ কাটা হবে।

জানা গেছে, কর্তৃপক্ষ শাস্তির সিদ্ধান্ত নেয়ার পর সন্তানদের বিষয়টি জানাবেন। এতে তিনি বা ওই বাবা-মা সন্তুষ্ট না হলে সরকারের মনোনীত কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। এতেও সন্তুষ্ট না হলে প্রণাম কমিশনের কাছে যাওয়ার সুযোগ রয়েছে।

শেয়ার করুন
Exit mobile version