বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সংস্পর্শে থাকা আরো ৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, একজন গৃহপরিচারক এবং এক নারী আত্মীয়।
সিভিল সার্জন ডা. অংসুই প্রু জানান, ‘বৃহষ্পতিবার তাদের সবার নমুনা কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিলো। শনিবার রাতে প্রথম দফায় আসা রিপোর্টে মন্ত্রীর করোনা পজিটিভ পাওয়া যায়।
রবিবার দ্বিতীয় দফায় আসা রিপোর্টে অন্য তিন জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।’
পজিটিভ সনাক্ত হওয়া মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জানান, ‘বৃহষ্পতিবার নমুনা সংগ্রহের দিন থেকে মন্ত্রীর সংস্পর্শে থাকা ব্যক্তিরা সেলফ আইসোলেশনে আছেন।’
প্রসঙ্গত, রবিবার সকালে হেলিকপ্টারযোগে বান্দরবান থেকে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে। সাথে থাকা স্বজনেরা জানান, বর্তমানে মন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে।