একেতো নকল, তার ওপর মেয়াদও চলে গেছে বহু আগেই। এমন সব কসমেটিক্স দিয়ে কাজ চালাচ্ছিলো রাজধানীর দু’টি বিখ্যাত বিউটি পার্লার। বৃহষ্পতিবার বিকেলে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলমের এক অভিযানে এসব ধরা পড়েছে।
গুলশান-১ এর ফারজানা শাকিলস মেকওভার সেলুন ও পারসোনায় অভিযানে গিয়ে এসব দৃশ্য দেখা গেছে।
সূত্র জানায়, বিভিন্ন আইটেমের কসমেটিক্স পণ্য থরে থরে সাজানো পাওয়া গেছে। যেগুলোর দামও আকাশচুম্বি। কিন্তু দেখে বোঝার উপায় নেই এগুলোর মেয়াদ চলে গেছে এমনকি কয়েক বছর আগেই।
এ সময় মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল কসমেটিক্স ব্যবহারের অভিাযোগে প্রতিষ্ঠান দু’টিকে ১৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পণ্যগুলোও জব্দ করা হয়। সূত্র: মোবাইল কোর্টস অব বাংলাদেশ এর ফেইসবুক পেইজ