Khola Chokh | Bangla News, Entertainment & Education

পানি ভেবে এসিড পান: বান্দরবানে জুয়েলারি দোকানে শিশুর মৃত্যু

মিনারুল হক, বান্দরবান ॥ মায়ের সাথে স্বর্ণের দোকানে গিয়ে পানি খেতে চেয়েছিলো ৩ বছরের শিশু জ্যোতি মারমা। দোকানের কর্মচারি পানি মনে করে এসিডের বোতল দিয়ে দেয় শিশুটিকে। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে জ্যোতি। ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বান্দরবান শহরের উজানী পাড়া এলাকার জগন্নাথ জুয়েলার্সে। ঘটনার পর দোকানের মালিক রতন ধর পালিয়ে গেলেও কর্মচারি সাইমন ত্রিপুরাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় উজানী পাড়ার বাসিন্দা সুস্মিতা চাকমা তার ৩ বছরের মেয়ে জ্যোতিকে নিয়ে স্বর্ণের চেইন কেনার জন্য জগন্নাথ জুয়েলার্সে যান। সেখানে জ্যোতি পানি খেতে চাইলে দোকানের কর্মচারি সাইমন পানির বোতল মনে করে এসিডের বোতল দিয়ে দেয় শিশুটিকে। এসিড পান করে চিৎকার দিয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু জ্যোতি। এর পর বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান দোকানের মালিক রতন ধরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন
Exit mobile version