পানি প্রতিরোধী সিমেন্ট বাজারে আনল লাফার্জহোলসিম

বাংলাদেশে ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’ নামে পানি প্রতিরোধী বিশেষায়িত সিমেন্ট বাজারে এনেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। রোববার এই নতুন পণ্যের উদ্বোধন করেছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান।

বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে এই সিমেন্ট বাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা। তিনি জানান, নতুন এই সিমেন্ট দেয়ালের ড্যাম্প ও স্যাঁতসেঁতেজনিত সমস্যা রোধে অত্যন্ত কার্যকরী। এটি পানি প্রতিরোধী সিমেন্ট, যা একটি অবকাঠামোর ছাদ, ভিত্তি, দেয়াল এবং কলামের শক্তি বাড়িয়ে একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী অবকাঠামোর নিশ্চয়তা দেবে।  

সুইজারল্যান্ডভিত্তিক নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিমের অঙ্গপ্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশের বাজারে ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’ ছাড়াও হোলসিম স্ট্রং স্ট্রাকচার এবং সুপারক্রিট কোম্পানিটির অত্যন্ত সুপরিচিত দুটি সিমেন্ট ব্র্যান্ড।

শেয়ার করুন