Khola Chokh | Bangla News, Entertainment & Education

নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

‘কবিভক্ত প্রেমিক-প্রেমিকা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুণ। চলচ্চিত্রটি বুধবার রাতে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।

নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে এর স্ক্রিপ্ট লিখেছেন রণজিৎ সরকার। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাখাওয়াত হোসেন মিঠু। এতে নির্মলেন্দু গুণ ছাড়াও অভিনয় করেছেন- সুহাসিনী অধরা, হান্নান হোসেন নিরব ও জাবিল আমির। হাবিব ইলেকট্রনিকের ব্যানারে স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে।

এ চলচ্চিত্রে দেখা যায়, সজল ও রচনা কবিতা পড়তে ভালোবাসে। তাদের দু’জনের প্রিয় কবি নির্মলেন্দু গুণ। তার কবিতা নিয়ে আলাপের এক পর্যায়ে তাদের প্রেম হয়। এরপর একদিন তারা কবির সান্নিধ্য পেতে চলে যান তার বাসায়।

এ চলচ্চিত্রের বিষয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, গল্পটা আমার কবিতা নিয়ে। আমার কবিতা অনেকের প্রেমে পড়ার ক্ষেত্রে সাহায্য করেছে। কবিতা পড়ে প্রেম করে বিয়েও করেছে কেউ কেউ। আমি আনন্দিত এ চলচ্চিত্রে কবিভক্ত প্রেমিক-প্রেমিকাকে দেখে। এরপর এমন কেউ কেউ হয়তো আমার কাছে আশীর্বাদ নিতে আসবে।

শেয়ার করুন
Exit mobile version