Khola Chokh | Bangla News, Entertainment & Education

‘নির্বাচনে ইভিএম পরিচালনার দায়িত্বে সেনাবাহিনী রাখার পরিকল্পনা’

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার দায়িত্বে সেনাবাহিনী রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার বিকালে কমিশন সচিব সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, আগামীকাল রবিবারের মধ্যে রাজনৈতিক দলগুলো জোটগত ঘোষণা না দিলে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জোটগত সিদ্ধান্তের জন্য ইসির কাছে সময় চাওয়া হবে।

এ সম্পর্কে ইসি সচিব বলেন, কমিশনের কাছে এখনো সময় চাওয়া হয়নি। সময় চাইলে কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নিবে।

শেয়ার করুন
Exit mobile version