Khola Chokh | Bangla News, Entertainment & Education

নিরাপত্তা ও উন্নয়ন ফি’র কারণে বেড়েছে বিমান ভাড়া

নিরাপত্তা ও উন্নয়ন ফি কার্যকর হওয়ায় বাংলাদেশে রবিবার থেকে বিমান ভাড়া বেড়েছে। বিমানবন্দর ব্যবহার করে কোনো যাত্রী অভ্যন্তরীণ ফ্লাইট অথবা আন্তর্জাতিক ফ্লাইটে বিদেশে গেলে রোববার থেকে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হচ্ছে। এসব খরচ যোগ হচ্ছে যাত্রীদের খাতায়।

২২ জুলাই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। যা রোববার থেকে কার্যকর করা হয়েছে।

বেবিচকের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে প্রতিবার একজন যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ মার্কিন ডলার (প্রায় ৪২০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ফি ৬ মার্কিন ডলার (প্রায় ৫০০ টাকা)। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার (প্রায় ৮৫০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ১০ ডলার ফি দিতে হবে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ যে কোনো রুটে যাত্রীদের প্রতিবার ভ্রমণে ১০০ টাকা বিমানবন্দর উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি ৭০ টাকা দিতে হবে।

শেয়ার করুন
Exit mobile version