Khola Chokh | Bangla News, Entertainment & Education

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে মাদক চোরাকারবারিদের ‘গোলাগুলি’, নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে ‘গোলাগুলিতে’ এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যানের গোদা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থলে পৌঁছলে চক্রের সদস্যরা বিজিবি সদস্যদেরকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। বিজিবিও পাল্টা গুলি চালালে ১ জন নিহত হয়।’

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ‘সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবির গোলাগুলির খবর পেয়েছি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

শেয়ার করুন
Exit mobile version