নাইক্ষ্যংছড়িতে অপহরনের শিকার ৪ তামাক চাষীকে উদ্ধার করেছে যৌথ বাহিনী

বান্দরবান, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরনের শিকার ৪ তামাক চাষিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার গভীর রাতে বিজিবি ও পুলিশের বিশেষ অভিযানে তাদের বাইশারী ইউনিয়নের গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী ৮ সন্দেহভাজনকে আটক করেছে।
এর আগে গত ২০ জানুয়ারী উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম লেদু বুড়ির চর এলাকার তামাক ক্ষেত থেকে অস্ত্রের মুখে ৪ তামাক চাষী আবদুল আজিজ (৪০) আবদুর রহিম (২৫) আবু সৈয়দ (৪১) ও শাহ আলম (২০) কে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এর পর থেকে মুঠোফোনে মুক্তিপন দাবী করে আসছিল অপহরণকারীরা।
এর পর থেকে মূলত: অপহরণকারীদের হাত থেকে তামাক চাষীদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযানে নামে যৌথ বাহিনী।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলমগীর জানান, ঘটনার পর অপহরণকারী দলের দুই সদস্যকে আটকের পর তাদের দেয়া তথ্যে ভিত্তিতে অভিযান শুরু করা হয়।
এদিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দের কর্মকর্তা মো. আবু মুছা জানান, শুক্রবার রাত আটটার দিকে অভিযান শুরু করা হয় সেনা বাহিনীর নেতৃত্বে।

পরে গভীর রাতের দিকে বাইশারীর বাঁকখালী মৌজার চাকপাড়ার কাছে এক গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ৮ সন্দেহভাজনকে।

শেয়ার করুন