Khola Chokh | Bangla News, Entertainment & Education

ধর্মের পথে বাধা হওয়ায় অভিনয় ছাড়লেন ‘দাঙ্গালকন্যা’ জায়রা

বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। ছবি: সংগৃহীত

ধর্মীয় জীবনের সাথে সাংঘর্ষিক হওয়ায় যশ, খ্যাতি, অর্থবিত্তের আকর্ষন বাদ দিয়ে সাধারণ জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খানের ‘দাঙ্গাল’ সিনেমায় অভিনয় করা জায়রা ওয়াসিম। সিনেমাটিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জায়রা।

পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ারের পাট চুকিয়ে অভিনয়কে বিদায় জানালেন জায়রা! ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এমন যুক্তি দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ১৮ বছরের মুসলিম এই অভিনেত্রী।

২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন তিনি। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড ফর একসেপশনাল অ্যাচিভমেন্ট পেয়েছেন।

গত মার্চে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার ছবি ‘দ্য স্কাই ইন পিঙ্ক’-এর শুটিংও শেষ হয়েছে। ক্যারিয়ারের এমন টার্নিং পয়েন্টে এসে তার অভিনয় ছাড়ার ঘোষণায় অবাক বলিউডের অন্যরা।

অভিনয় ছাড়ার কারণ জানিয়ে রোববার টুইটারে জায়রা ওয়াসিম লিখেছেন, ‘পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিল। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই। কিন্তু এই জগৎটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি।

কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’

জায়রা তার পোস্টে আরও বলেন, ‘কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।’

শেয়ার করুন
Exit mobile version