Khola Chokh | Bangla News, Entertainment & Education

বৃহস্পতিবার দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৯, শনাক্ত ৩৯৪৬

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

করোনা ভাইরাসেজনিত কোভিড-১৯ এ ভুগে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬২১ জনের। মৃত ব্যক্তিদের ৩২ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৯ জন অন্য বিভাগের।

একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮৬ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে সংগৃহীত নমুনাসহ ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হলো।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫জন।

শেয়ার করুন
Exit mobile version