Khola Chokh | Bangla News, Entertainment & Education

দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি

ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনাভাইরাস মহামারীতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ফ্লাইটটি। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকায় অবতরণ করে সেটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানের মাধ্যমে এসব যাত্রীদেরকে দেশে ফিরিয়ে আনলো।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে বাংলাদেশসহ বিভিন্ন দেশ তাদের বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়। ফলে দেশে আসতে না পেরে আটকে থাকেন অনেক প্রবাসী বাংলাদেশী।

এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে অপেক্ষমান ১৫৮ জন দেশে ফেরার সুযোগ পেলেন।

শেয়ার করুন
Exit mobile version