Khola Chokh | Bangla News, Entertainment & Education

দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস শুনানির জন্য ওই দিন ধার্য করেন।

এর আগে আদালতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া জামিন চেয়ে আবেদন করেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত ৫ জুলাই বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আদালতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করায় আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছে। এ আবেদনের ওপর শুনানি হবে আগামী ৩১ জুলাই।

আদালতে খালেদার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও রাষ্ট্রপক্ষে মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Exit mobile version