Khola Chokh | Bangla News, Entertainment & Education

দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সমাগমে মুখর বান্দরবান বিশ্ববিদ্যালয়

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সশরীর ক্লাস শুরু হবার দিনে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছেন উপাচার্য ড. এ. এফ. ইমাম আলিসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।


দীর্ঘদিন পর শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছে বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে সশরীর ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এফ. ইমাম আলি। এ সময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছার, ডীন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘প্রকৃতির কোলে আন্তর্জাতিক মানের শিক্ষা’ এই স্লোগান নিয়ে বান্দরবানসহ পার্বত্য অঞ্চল এবং আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

বর্তমানে বিশ্ববিদালয়ে প্রায় ৩শ’ শিক্ষার্থী রয়েছে। তিনটি অনুষদের অধীনে ইংরেজি, গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), বিবিএ, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- এ পাঁচটি বিষয়ে অনার্স ও প্রফেশনাল এমবিএ কোর্স চালু আছে।

বিশ্ববিদ্যালয়ে আগামী স্ক্রিং সেমিস্টারের জন্যে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম চালু রয়েছে।

শেয়ার করুন
Exit mobile version