Khola Chokh | Bangla News, Entertainment & Education

অতিবৃষ্টিতে থানচি রুমা সড়কে বিপদজনক ধস

বান্দরবান রুমা সড়কের ১২ মাইল এলাকায় পাহাড়ি ঢলে সড়ক দেবে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি- সংগ্রহ।

পাহাড়ি ঢলে বান্দরবানের রুমা ও থানচি সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে। সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রুমা থানচি-সড়কের দৌলিয়ান পাড়া, হিমাক্রী, ৯ মাইল, ১২ মাইল, কৈক্ষং ঝিড়ি নামক স্থানের বেশ কিছু অংশ ধসে পড়ে পাঁচ দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধসে যাওয়া সড়কের অংশ পার হতে গিয়ে মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

রুমা সড়কের কৈক্ষংঝিড়ি নামক স্থানে সড়কের ওপর পাহাড়ের মাটি এসে পড়েছে।

এদিকে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় অন্তত ৮ দিন ধরে বন্ধ রয়েছে নৌ-পথও।
সড়ক মেরামত হলে বাস চলাচল চালু করা হবে বলে জানান, বাস মালিক সমিতি।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্ইু উপজেলার মানুষের জীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আলম জানান, বান্দরবান-রুমা- থানচি সড়কের বেশ কিছু যায়গায় বৃষ্টির কারণে ভাঙন সৃষ্টি হয়েছে।

সেনাবাহিনীর ২০ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশন ব্যাটেলিয়ন) মঙ্গলবার ওইসব সড়ক মেরামতের কাজ শুরু করবে। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

শেয়ার করুন
Exit mobile version