Khola Chokh | Bangla News, Entertainment & Education

তাহিরপুর সীমান্ত থেকে গাঁজা ও নাসির বিড়ি উদ্ধার

ছবি: তাহিরপুরে আটক গাঁজা ও নাসির বিড়ি

তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ৩ কেজি ভারতীয় গাঁজা এবং ৩৯ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পিলার ১২০৪/৮-এস এর কাছে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভিতরে এগুলো পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, লাউরগড় বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ মে) রাত ১০টার সময় অভিযান চালায়। তারা তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা থেকে ৩ কেজি ভারতীয় গাঁজা ও ৩৯ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৬ হাজার ৮শ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান, সম্ভবত এগুলো পাচার করার জন্য নেওয়া হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ফেলে রেখে পালিয়েছে। উদ্ধার করা ভারতীয় গাঁজা ও নাসির বিড়ি সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version