চলমান করোনা পরিস্থিতিতে পাঠদান কার্যক্রম সচল করতে ইতোমধ্যে বেশ কিছু বিভাগের অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেসব বিভাগে এখনো অনলাইনে ক্লাস শুরু হয়নি তাদেরকে আগামী ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করতে বলা হয়েছে।
বৃহষ্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে ‘অনলাইন ক্লাস পরিচালনার অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক একটি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাটিতে বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটসমূহের পরিচালকরা অংশ নেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “একাধিক বিভাগে আমরা ইতোমধ্যেই অনলাইন শিক্ষাকার্যক্রম শুরু করেছি। এখন আমরা যেসব বিভাগে অনলাইল পাঠদান শুরু হয়নি তাদেরকে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই শুরু করার নির্দেশনা দিয়েছি।”
তিনি বলেন, “আপাতত অনলাইনে কেবল ক্লাসই নেওয়া হবে, পরীক্ষা নয়। আমাদের মূল উদ্দেশ্য হলো এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সম্পৃক্ত রাখা।”