Khola Chokh | Bangla News, Entertainment & Education

ডেঙ্গু সচেতনতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সেমিনার

ডেঙ্গু রোগের বিষয়ে সচেতনতা তৈরিতে সেমিনারের আয়োজন করে বান্দরবান বিশ্ববিদ্যালয়। ছবি: বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ

ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধের উপায় ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে একটি গণসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনিটোবা বিশ্ববিদ্যালয়, কানাডা এর রিসার্চ ফেলো ও কনফ্লিক্ট এন্ড রেসিলেন্স ইনস্টিটিউট (সিআরআরআইসি) কানাডা এর পরিচালক ড. হেলাল মহিউদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ.এফ. ঈমাম আলি। প্রবন্ধে বিশিষ্ট শিক্ষাবিদ ড. হেলাল মহিউদ্দীন ডেঙ্গু রোগের ইতিহাস, বিস্তার, ভয়াবহতা, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি বর্তমান ডেঙ্গু মহামারীর সাথে ইংল্যান্ডের ভয়াবহ ইঁদুরবাহিত কোটি কোটি মানুষের জীবন হরণকারী মহামারী ব্ল্যাক ডেথের তুলনা করেন এবং দ্রুত ডেঙ্গু প্রতিরোধ করার ব্যাপাওে বিশেষ জোর দেন।

সেমিনারে বান্দরবান বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেন।

শেয়ার করুন
Exit mobile version