ডুবে গেছে সব টিউবওয়েল আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানির সংকট

বন্যার পানিতে তলিয়ে গেছে বান্দরবানের বিভিন্ন উপজেলার শত শত টিউবওয়েল। এতে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বানভাসী মানুষ। আশ্রয়কেন্দ্রগলোতেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

বান্দরবান সদর ছাড়াও লামা আলীকদম নাইক্ষংছড়ি, রুমা থানচির বেশিরভাগ মানুষ এখন বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। অনেকেই আপাতত বৃষ্টির পানিতেই প্রয়োজন সারছেন।

তবে বৃষ্টির পানি শিশু ও বয়োবৃদ্ধদের জন্য উপযুক্ত না হওয়ায় বিপাকে পড়েছে বহু পরিবার।

থানচি বাজারের স্থায়ী বাসিন্দা চনু মং জানান, আশে পাশে কোনো টিউবওয়েল নেই সবই পানির নীচে চলে গেছে। খাবার পানির ভরসা বৃষ্টির পানি।

এদিকে বিদ্যুৎ সরবারাহ স্বাভাবিক না থাকা এবং সাঙ্গু নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় শহরে পৌর পানি সরবরাহও বন্ধ রয়েছে। এমন অবস্থায় আশ্রয়স্থকেন্দ্রগুলোতে জরুরী বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছে বন্যা পীড়িত মানুষ।

শেয়ার করুন