Khola Chokh | Bangla News, Entertainment & Education

ডিমের খোসার ব্যবহার

ডিমের খোসা আমরা সকলেই ফেলে দেই। কিন্তু এই ডিমের খোসার মধ্যে যেসব গুণ লুকিয়ে আছে, তা শুনলে আপনি অবাক হবেন। 

ডিমের খোসা খুবই কার্যকরী জিনিস। রূপচর্চা থেকে গৃহস্থালীর নানা কাজে ডিমের খোসা ব্যবহার করা যায়। আসুন দেখে নিই ডিমের খোসার কিছু ব্যবহার:

১. কফির স্বাদে তেঁতো ভাব কাটাতে চাইলে, ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন। 

২.ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিন। এরপর এটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ত্বকে লাগান এই মিশ্রণ। কয়েক মাসের মাথায় উজ্জ্বল ত্বক উপহার পাবেন। 
  
৩. বাগানে গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোঁড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। পোকা ধারে কাছে আসবে না। মনে রাখবেন, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা আপনার গাছের স্বাস্থ্যও ভালো করবে। 
  
৪. বাসন মাজার কাজে ডিমের খোসা ব্যবহার করুন। বাসনের তেল ও পোড়া দাগ সহজে উঠে যাবে।

শেয়ার করুন
Exit mobile version