Khola Chokh | Bangla News, Entertainment & Education

টাকা চেয়ে না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

বাঞ্ছারামপুরে ছেলের হাতে বাবা নিহত। ছবি: গুগল ম্যাপ থেকে

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামে ছেলের হাতে বাবা হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক ছেলের নাম রাজিব (৩৫)। বাবার নাম হুমায়ুন কবির (৭৫)। জানা গেছে বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় তাকে হত্যা করে রাজিব।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ যোবাইদ কবির চৌধুরী ওরফে রাজিবকে আটক করেছে। মৃত হুমায়ুন কবির বিদ্যুতায়ন বোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

জানা গেছে, নিহত হুমায়ুন কবির (৭৫) উপজেলার পাড়াতলী গ্রামের মৃত মাজেদুল ইসলামের ছেলে। রাজিব প্রতিদিনের মতো বাবার কাছে টাকা চাইলে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাথাড়ি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। ঘটনাস্থলে হুমায়ুন কবির মৃত্যু মারা যান।

মৃত হুমায়ুনের স্ত্রী নিলুফা বেগম জানান, রাজিব প্রায়ই তার বাবার কাছ থেকে টাকা নিত। আজ টাকা না দেওয়ার কারণে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ সালাউদ্দি চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

শেয়ার করুন
Exit mobile version